Logo

রাজনীতি    >>   উন্নয়নে সমতা ও পরিবেশ রক্ষার আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের

উন্নয়নে সমতা ও পরিবেশ রক্ষার আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের

উন্নয়নে সমতা ও পরিবেশ রক্ষার আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সমতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জাতীয় স্বার্থের চেয়ে গোষ্ঠী স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা দেশের পরিবেশ ও সমাজে গভীর প্রভাব ফেলছে।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘প্ল্যানিং উইক-২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনারে রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

সেমিনারে তিনি বলেন, “পরিবেশ বা জলাশয়ের ক্ষতি না করে উন্নয়ন করতে হবে। কিন্তু এই যে এত এত রিসোর্ট হয়েছে, হচ্ছে, তা বন বিভাগের নাকের ডগায় হচ্ছে। বন দখলের ক্ষেত্রে বন বিভাগের তদারকি ও ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ।”

তিনি আরও বলেন, “আমরা সমালোচনা করতে পছন্দ করি কিন্তু নিয়ম মানতে চাই না। ভূমি দস্যুরা যা বলে সেই অনুযায়ী কাজ হয়। এত ভূমি দস্যুর কথা শুনি, কিন্তু তাদের কোনো শাস্তি হতে দেখি না।”

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অদক্ষতা ও সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সমালোচনা করেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, “রাজউকে গেলে সেবা পাওয়া সাধারণ মানুষের কাছে দুঃস্বপ্নের মতো। মানুষ দরুদ পড়ে সেখানে যায়। রাজউকের কার্যক্রম আরও স্বচ্ছ ও জনমুখী হওয়া উচিত।”

ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার নাজুক অবস্থা নিয়ে কথা বলেন তিনি। পরিবহন খাতের উন্নয়নে পুরনো ও ফিটনেসবিহীন বাস সরিয়ে নিতে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, “আমরা পরিবহন মালিকদের ৬ মাস সময় দিয়েছি পুরনো বাস রিপ্লেস করার জন্য। কী কী ব্যবস্থা নেওয়া লাগবে, তাও জানতে চেয়েছি।”

রিজওয়ানা হাসান মনে করেন, পরিবেশ রক্ষায় শুধু প্রকল্প নির্ভরতা নয়, বরং সচেতনতা ও নিয়মিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, “হাতিরঝিলে হাঁটার রাস্তা করেছি, অথচ মানুষ রুমাল ছাড়া হাঁটতে পারে না। এরকম উন্নয়নে টেকসই কিছু হয় না। প্রকল্প ছাড়া কিছু কাজ করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

উপদেষ্টা রিজওয়ানা হাসানের মতে, উন্নয়ন সমতার ভিত্তিতে না হলে তা দীর্ঘমেয়াদি টেকসই ফলাফল দিতে ব্যর্থ হবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert